mamata banerjee
Share it

“রাজ্যে এখনই লকডাউন হচ্ছে না। নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তিনি বলেন, বলেন, “লকডাউনের ঘোষণা না করে, লকডাউনের মতো সাধারণ মানুষকে আচরণ করতে হবে। কারণ, পুরো লকডাউন হলে গরিব, সাধারণ মানুষের অসুবিধা হবে। দিন আনি মানুষ না খেতে পেয়ে মারা যাবেন। আমরা সেটা চাই না। সকলকে কোভিড নির্দেশ কড়াভাবে মেনে চলতে হবে। এবার কোভিড বেশি হচ্ছে, সংক্রমণের হারও বেশি।”


মুখ্যমন্ত্রী আবেদন জানান, “কোভিড মোকাবিলা সরকারের সবচেয়ে অগ্রাধিকার। সব হাসপাতালকে অক্সিজেন সেন্টার বানাতে হবে। আমাদের আরও অনেক অক্সিজেনের প্রয়োজন রয়েছে।” ভ্যাকসিন নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মমতা। তাঁর অভিযোগ, “আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম। পেয়েছি মাত্র ১ লাখ। ৩-৪ কোটি ভ্যাকসিন দরকার। রাজ্যে সকলকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে।” পাশাপাশি তাঁর আবেদন, বড় কর্পোরেট সংস্থা, NGO ও পুজো কমিটিগুলো যেন এগিয়ে আসে।

কেন্দ্রীয় দল এসেও রাজ্যে কোভিড ছড়াচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারকে বিপুলভাবে জয়ী করে তৃতীয়বারের জন্য ক্ষমতা আনতে সাধারণ মানুষকে তিনি ধন্যবাদ জানান। মমতা বলেন, “আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ। সব ধর্মের মানুষ আমাদের সমর্থন করেছেন। আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। এই রায় শান্তির, সম্প্রীতি, উন্নয়ন, সংহতি রায়।” কেউ অশান্তি, বিভেদ ছড়ানোর চেষ্টা করলেও তা কঠোরভাবে দমন করা হবে বলেও এদিন ফের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষকে সাবধান করে দিয়েছেন ফেক ভিডিও ছড়ানোর বিরুদ্ধে।

Share it