ছবি প্রতীকী
Share it

করোনা অতিমারি যতই প্রভাব বিস্তার করছে গোটা দেশে, ততই বাড়ছে মৃত্যুহার। সেইসঙ্গে অক্সিজেন সরবরাহ পরিকাঠামোর দুর্বলতাও ভয়ঙ্করভাবে চোখে পড়ছে। আর এই অক্সিজেনের অভাবেই ফের দেশে কোভিড রোগীর মৃত্যুর ঘটনা ঘটল। এবার তিরুপতির SVRR সরকার জেনারেল হাসপাতাল।


অক্সিজেনের অভাবে সোমবার সন্ধ্যায় তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে ১১ জন রোগীর মৃত্যুর খবর মিলেছে। সূত্রের খবর, বেশ কিছুক্ষণের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল ওই হাসপাতালে। আর ওই সময়েই ICU-তে থাকা রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পাননি। তার জেরেই এই মর্মান্তিক ঘটনা বলে অভিযোগ। এই ঘটনার জেরে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

মৃত রোগীদের আত্মীয়দের অভিযোগ প্রায় আধঘণ্টা বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। চিত্তোরের জেলাশাসক এম হরিনারায়ণের দাবি, আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। কিন্তু, পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত বেশ কিছু সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকরা। আর তার জেরেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে তাঁর দাবি, “অল্প সময়ের জন্যই অক্সিজেনের চাপ কমে গিয়েছিল। পাঁচ মিনিটের মধ্যেই ফের অক্সিজেন চালু করা সম্ভব হয়েছিল। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গেছিল। ১১ জন রোগী প্রাণ হারিয়েছেন অক্সিজেনের অভাবে।”

যদিও কতজনের প্রাণহানি হয়েছে, সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত সঠিক সংখ্যা জানানো হয়নি হাসপাতালের তরফে।

Share it