Share it

শিক্ষা প্রতিষ্ঠানে বড়সড় আর্থিক দুর্নীতির আভিযোগ উঠল মেদিনীপুরে। অভিযোগ উঠেছে কলেজ পরিচালনার কমিটির প্রাক্তন সভাপতি তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে। নাম জড়িয়েছে কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধক্ষ্য সুবিকাশ জানারও। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ মঙ্গলবার সকালে অধ্যক্ষ সুবিকাশ জানার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

অধ্যক্ষর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তৃণমূল ছাএ পরিষদে সদস্যরা। এই ঘটনার প্রকাশ্যে আসার পরই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শোরগোল পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কাঁথি থানার পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জেলাশাসক, মহাকুমা শাসক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কাঁথি তিন নম্বর ব্লকের BDO-র কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। অবিলম্বে টাকা ফেরত দিতে হবে বলে দাবি তোলা হয়েছে। প্রায় শতাধিক ছাত্র এদিন অধ্যক্ষর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

রাজ্য তৃণমূল ছাএ পরিষদ কমিটির সদস্য ও প্রাক্তন দেশপ্রাণ কলেজের ইউনিট সভাপতি আবেদ আলি খাঁন বলেন, “একাধিক দুনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত কাঁথি দেশপ্রাণ কলেজের অধ্যক্ষ সুবিকাশ জানা। সমন্ত কলেজের অতিথি অধ্যাপকদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্মানেন্ট স্টেট এডেড কলেজ টিচার নিয়োগ করেছেন সম্পূর্ণ ফ্রি-তে। কিন্তু দেশপ্রাণ কলেজের অধ্যক্ষ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ করেছেন। প্রায় এক কোটি টাকা দুনীতি করেছেন। এছাড়া কলেজে বিল্ডিং সংক্রান্ত টেন্ডারেও বিশাল দুর্নীতি করেছেন। নিম্নমানের সিমেন্ট এবং নানা রকমের সামগ্রী দিয়ে তা নির্মাণ করা হয়েছে ।”

তিনি আরও দাবি করেন, “অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। তৎকালীন কলেজ পরিচালনার কমিটির সভাপতি দিব্যেন্দু অধিকারীর যোগসাযোশ রয়েছে। উনি তার দায় এড়াতে পারেন না।”

পূর্ব মেদিনীপুর জেলার অপর এক তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাজিদের কথায়, “শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নেওয়ার জন্য। ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। অধ্যাপকদের চাকরি দেওয়া ও কলেজের উন্নয়নের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এই দুনীতির ঘটনায় কলেজের তৎকালীন পরিচালনার কমিটির সভাপতি দিব্যেন্দু অধিকারীও দায় এড়াতে পারেন না।”

Share it