ঝড় বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার দাসকল গ্রাম ও ফুটিসাঁকো মোড়ের মাঝে B Ed কলেজের কাছে। পুলিশ গাড়ি দুটি আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন রাজীব কর্মকার ও সুমন্ত দাস। রাজীবের বাড়ি মহম্মদবাজার দেওচা গ্রামের কামারপাড়া। সুশান্ত দেওচা পঞ্চায়েতের রূপগঞ্জের বাসিন্দা। তিনি গাড়ি চালাচ্ছিলেন। রাজীব কাটোয়া যাওয়ার জন্য গাড়ি ভাড়া করেছিল। মঙ্গলবার দুপুরে মহম্মদ বাজার থানার দেউচা থেকে অল্টো গাড়িতে কাটোয়ার দিকে যাচ্ছিলেন। দুপুর দুটোর দিকে প্রচণ্ড ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। সে সময় আমোদপুর – কাটোয়া বাদশাহি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার আল্টো গাড়িতে ধাক্কা মারে।
ডাম্পারের ধাক্কায় অল্টো গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ডাম্পার রাস্তা থেকে ছিটকে জমির মধ্যে উল্টে যায়। দুর্ঘটনায় বিকট শব্দে এলাকার মানুষ ছুটে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অল্টো গাড়ির চালক এবং পাশে বসে থাকা যাত্রীর মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হসাপাতালে পাঠায়।
অল্টো গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয় একটি কুকুরকে। অদ্ভূতভাবে কুকুরটি বেঁচে যায় প্রাণে। ঘটনার পরেই ডাম্পার গাড়ির চালক পলাতক। পুলিশ গাড়ি দুটি আটক করেছে।