নিউজ ওয়েভ ইন্ডিয়া: ছোট ছোট পড়ুয়াদের স্কুলমুখী করার চিন্তাভাবনা করছে সরকার। নেতাজি ইন্ডোরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে এসে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পাড়ায় শিক্ষালয় শুরু হয়েছে। অষ্টম থেকে দ্বাদশের পড়ুয়ারা ইতিমধ্যেই স্কুলে যাওয়া শুরু করেছে। তবে প্রাথমিকে আর একটু অপেক্ষা করে যাওয়া ভালো। কোভিড পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, ” রোটেশন ব্যবস্থায় ৫০ শতাংশ হাজিরা নিয়ে প্রাথমিকে পড়ুয়াদের স্কুলে ফেরানো যেতে পারে কিনা, তা নিয়ে স্কুলগুলির সঙ্গে আলোচনায় বসবে সরকার।”
নেতাজি ইন্ডোরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গত তিন বছরে ২৭ হাজারের বেশি পাট্টা বিলি করেছি। কোনও উদ্ধাস্তু নিঃশর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না। মতুয়াদের নিয়ে অনেকেই রাজনীতি করছেন, তাদের উচ্ছেদ করতে দেব না। যতই রাজনীতি হোক। মতুয়ারা নিঃশর্ত জমি পাবেন।”