Mamata Banerjee-Gautam Adani
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে আদানি গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হল। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির ছেলে করণ আদানি। সূত্রের খবর, সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীও।

গত ডিসেম্বরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তখন থেকেই রাজ্যে বিনিয়োগের ব্যাপারে জল্পনা তৈরি হয়েছিল। এবার তাঁর ছেলের সঙ্গে বৈঠকের ফলে সেই জল্পনা আরও জোরালো হল। করণ আদানির সঙ্গে এদিন আদানি গোষ্ঠীর আরও কয়েকজন আধিকারিকও বৈঠকে ছিলেন বলে জানা গেছে। সেখানে প্রায় ৪০ মিনিট তাঁদের বৈঠক হয়।

ওয়াকিবহাল মহলের ধারনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে করণ আদানির তাজপুর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা হয়েছে। যদিও এখনও এব্যাপারে কোনও পক্ষই মুখ খোলেনি। করণ আদানি বর্তমানে আদানি পোর্টস অ্যান্ড SEZ লিমিটেডের CEO।

গত বছরের ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে টুইট করেছিলেন গৌতম আদানি। তিনি জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আনন্দিত। পশ্চিমবঙ্গে বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 2022 সালের এপ্রিলে Bengal Global Business Summit (BGBS) -এর দিকে তাকিয়ে আছি।”

Share it