Kolkata Street
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে ট্রাফিক আইন ভাঙলে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে পথচারীদের। পুরোনো জরিমানার পরিমাণ বাড়িয়ে চালকদের আরও সচেতন হওয়ার বার্তা দিতে চেয়ছিল রাজ্যের পরিবহণ দফতর। আশা ছিল, বিপুল অঙ্কের জরিমানা দেওয়ার ভয়েই চালকরা আরও বেশি সচেতন হবেন, মেনে চলবেন ট্রাফিক আইন। সেই আশা যে অমূলক নয়, তার প্রমাণ মিলেছে হাতেনাতে।

রাজ্যে গত কয়েকদিনে কমেছে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা। একথা জানিয়েছে স্বয়ং কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে দাবি করা হয়েছে, ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ফলে দায়ের হওয়া মামলার সংখ্যা কমেছে উল্লেখযোগ্য ভাবে।

কলকাতা ট্রাফিক পুলিশের সংশোধিত এবং বর্ধিত ট্রাফিক জরিমানার তালিকা লাগু হয় গত ২৪ জানুয়ারি থেকে। এরপরেই বিভিন্ন গণপরিবহণ কমিটির তরফে রাস্তায় উল্লেখযোগ্য হারে কমিয়ে দেওয়া হয়েছে বাস, মিনিবাসের সংখ্যা। এমনকি এনিয়ে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও বৈঠক করেন বাস, মিনিবাস মালিকরা। মন্ত্রীর কাছে জরিমানার অঙ্কে এককালীন ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছে।

Share it