Pegasus Mamata
Share it

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে আড়ি পাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। আজ নবান্নে এক সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে এই তদন্ত কমিশন। কমিশনের নেতৃত্বে থাকছেন প্রাক্তন বিচারপতি মদন লকুর।


পেগাসাস নিয়ে কেন্দ্রের BJP সরকারের দিকে তোপ দাগেন মমতা। বলেন, সমস্ত দেশকে নজরবন্দি করা হয়েছে। পেগাসাস নিয়ে এই প্রথম কোনও রাজ্য পদক্ষেপ নিল। সেদিক থেকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত যে নজিরবিহীন তা নিয়ে একমত রাজনৈতিক মহল। সাংবাদিক বৈঠকে এদিন মমতা বলেন, “কেউ না জাগলে, তাঁকে জাগাতে হয়। আশা করি, আমাদের দেখে অন্যান্য রাজ্যও অনুপ্রাণিত হবে, তারাও তদন্ত কমিশন গড়বে।”


প্রসঙ্গত আজই চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দিল্লি সফরের ঠিক কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণায় বাজনৈতিক বিশেষজ্ঞরা কেন্দ্রের ওপর মমতার চাপ বাড়ানোর কৌশল বলে মনে করছেন। তদন্ত কমিশনে প্রাক্তন বিচারপতি এমবি লকুর ছাড়াও রয়েছেন প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

Share it