Mamata Banerjee TMC
Share it

২১ জুলাই শহিদ দিবসকে সামনে রেখে সব বিরোধী জোটকে একত্রিত হওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি তাঁর ভার্চুয়াল বক্তব্যে বলেন, ২০২৪কে সামনে রেখে একজোট হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। জোট গড়ে তুলুন। এটাই ঠিক সময়। যত দেরি করবেন, ততই সময় নষ্ট হবে। আমি দিল্লি যাচ্ছি। শরদজি, চিদম্বরমজি বৈঠকে ডাকলে আমরা যাব।


তৃতীয়বারের জন্য তাঁর সরকারকে ক্ষমতায় আনার জন্য বাংলার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, “১০ বছর ক্ষমতায় থাকার পর আপনারাই আমাকে তৃতীয় বারের জন্য আমাদের ফিরিয়ে এনেছেন। অনেক বাধা ছিল, মানি পাওয়ারের বাধা, এজেন্সি পাওয়ারের বাধা, মাসল পাওয়ারের বাধা, কিন্তু আপনারা সব বাধা ভেঙে দিয়েছেন।”

Share it