বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে কলকাতা ও সংলগ্ন এলাকায় উপড়ে পড়েছিল হাজার হাজার গাছ। চলতি বছর ইয়াস ঘূর্ণিঝড়েও বেশ কয়েকটি জেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। আর এর জেরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য।
প্রসাদপুর স্বামী বিবেকানন্দ সেবা নিকেতনের উদ্যোগে মঙ্গলবার উল্টোরথের পুন্যতিথিতে বাঘাযতীন চিত্তরঞ্জন কলোনী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার সুস্মিতা পাল সিনহার আমন্ত্রণে বৃক্ষরোপন কর্মসূচিতে সদস্যরা ছাড়াও অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী প্রদ্যোৎ লাহিড়ি। উপস্থিত ছিলেন সাংবাদিক সুদীপ্ত চক্রবর্তী, চলচ্চিত্র জগতের উঠতি প্রতিভাবান অভিনেত্রী তিতিক্ষা পাল সিনহা ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।