নীল ছবি ছবি কাণ্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর আরও একজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। রায়ান থর্প নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই রায়ান থর্প রাজ কুন্দ্রার সহকারী বলে জানিয়েছে মুম্বই পুলিশ। পর্ন ছবি প্রযোজনা ও ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Actress Shilpa Shetty's husband & businessman Raj Kundra and one Ryan Tharp brought to Mumbai's Esplanade Court.
Kundra was arrested yesterday while Tharp was arrested today in connection with a case relating to the production of pornographic films. pic.twitter.com/NCpbVeKhJH
— ANI (@ANI) July 20, 2021
সোমবার রাতেই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। মুম্বই পুলিশের উচ্চ পদস্থ কর্তা জানিয়েছেন, পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে ২০২১-এর ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার মূল ষড়যন্ত্রকারী যে রাজই, সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণও তাদের হাতে রয়েছে।
মুম্বই পুলিশের তরফে আরও জানানো হয়েছে, রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং প্রযুক্তি আইন অনুযায়ী একাধিক মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই ধারা ৪২০ (প্রতারণা), ২৯২ এবং ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা দেখানো) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। রাজ ও রায়ানকে ইতিমধ্যেই মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্টে হাজির করা হয়েছে।