চাকরির দাবিতে সোমবার ভবানীভবনের সামনে বিক্ষোভ দেখালেন প্রার্থীরা। রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভ হঠাতে গেলে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ধস্তাধস্তা বেঁধে যায় পুলিশের সঙ্গে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাধিকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এর সিলেক্টেড প্রার্থীরা বিক্ষোভ দেখাতে জড়ো হন। তারা রাস্তা দখল করে বসে পড়েন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেড়ে আসে পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, অনেকে নিয়োগপত্র পাওয়ার পরেও তাঁদের নিয়োগ করা হয়নি। এই নিয়ে মামলাও চলছে আদালতে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজ্য সরকারের গড়িমসিতে সময় নষ্ট হচ্ছে। বহুবার সরকারের কাছে আবেদন করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগপত্র তাদের হাতে তুলে দিতে হবে। না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার জন্য ঘটনাস্থলে যান DC সাউথ আকাশ মাঘারিয়া। আন্দোলনকারীদের সরে যাওয়ার অনুরোধ জানান তিনি। ৫ মিনিট সময় দেওয়া হয় তাদের। তবে তাতে কর্ণপাত করেনি চাকরিপ্রার্থীরা। শেষ পর্যন্ত জোর জবরদস্তি বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। মৃদু লাঠিচার্জও করা হয়। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।