Mumbai rain fury: 25 die in house collapses after landslides
Share it

মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে বাড়ি ধসে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। সংবাদ সংস্থা PTI এই খবর জানিয়েছে। এখনও বেশ কয়েক জন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। তাদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল (NDRF)।


শনিবার গভীর রাতে প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের চেম্বুর ও বিক্রোলি এলাকায় দু’টি বাড়ি ভেঙে পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে মুম্বই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। রবিবার ভোরেও বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখা যায়নি। রাতভর বৃষ্টির জেরে মু্ম্বইয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। জলের নিচে ডুবে যায় বহু এলাকা। এমনকী লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ হয়ে যায়।


মুম্বইয়ের এই দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে।

Share it