পাঁচ বছরেই BJP-তে মোহভঙ্গ। ফলে ফের তৃণমূলে ফিরলেন BJP-র বীরভূম জেলা কমিটির সদস্য ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অবজারভার মানস বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়।
প্রসঙ্গত, ২০১৬ সালে দলের দলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে BJPতে যোগদান করেছিলেন মল্লারপুর ২ নম্বর পঞ্চায়েতের রায়পাড়ার বাসিন্দা মানস বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ পাঁচ বছর BJP-র সভা সমিতিতে তাকে সামনের সারিতে দেখা গিয়েছিল। ধীরে ধীরে তিনি এলাকায় BJP-র মুখ হয়ে উঠেছিলেন। পঞ্চায়েত নির্বাচনের সময় যখন সর্বত্র মনোনয়নে বাধার সৃষ্টি করেছে তৃণমূলের উন্নয়ন বাহিনী তখন মল্লারপুরের দুটি পঞ্চায়েতে BJP মনোনয়ন জমা দিয়েছিল তাঁর প্রচেষ্টায়। ফল স্বরূপ মল্লারপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত BJP জয়লাভ করে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে রামপুরহাটের তারাপীঠ রোড ষ্টেশনের কাছে তাকে মেরে ফেলারও চক্রান্ত হয়েছিল বলে তিনি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শেষ পর্যন্ত তিনি ঘরে ফিরলেন। তাঁর সঙ্গে TMC-তে যোগদান করেন BJP-র তপসিলি মোর্চার ব্লক সভাপতি বিকাশ কাহার।
মানসবাবু বলেন, “আমি TMC-তে ছিলাম। কিছু মনমালিন্যের জন্য TMC ছেড়ে BJP-তে যোগদান করেছিলাম। পুনরায় TMC-তে ফিরলাম। কারন BJP-র মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে রাজনীতি করা যায় না। আমি নীতি আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি করতে পারব না। তাছাড়া বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক BJPকে মানুষ প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের স্বার্থে তৃণমূলকে জয়ী করেছে। তাই আমি উন্নয়নের স্বার্থে ঘরে ফিরলাম”।
বিধায়ক অভিজিৎ রায় বলেন, “ওরা নিজেদের ভুল বুঝতে পেরে দলে ফিরে এসেছে। একশোটি পরিবার BJP ছেড়ে TMC-তে যোগদান করল। কারন তারা BJP-র মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে থাকতে চায় না। আমরা তাদের গ্রহণ করলাম”।
BJP-র জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “মানস ব্যক্তিগত কারণে দল ছেড়েছে। আমরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না”।