এবার একটি সর্বভারতীয় হিন্দি পত্রিকার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। আর সেই অভিযোগের ভিত্তিতে সংবাদ বিভাগের বিভিন্ন অফিসে তল্লাশি চালালেন আয়কর দফতরের (IT) আধিকারিকরা। এই ঘটনাকে ঘিরে BJP সরকারকে আক্রমণের নিশানা করেছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি।
More evidence that Modi-Shah are running shxx scared.
Stay strong, media with The Spine. https://t.co/cGkpysHHSa
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 22, 2021
দিল্লি, ভোপাল, জয়পুর, আহমেদাবাদ-সহ পত্রিকাটির বেশ কয়েকটি অফিসে বৃহস্পতিবার হানা দিয়ে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবার একটি টুইট করেছেন।
Madhya Pradesh: Visuals from outside the office of Dainik Bhaskar Group in Bhopal
Income Tax Department is conducting searches on Dainik Bhaskar Group in connection with tax evasion case, at multiple locations, as per Sources pic.twitter.com/boH3xLGUUE
— ANI (@ANI) July 22, 2021
মোদী-শাহ ভয় পেয়েছেন বলেও টুইট-বার্তায় কটাক্ষ করেছেন ডেরেক। মিডিয়াগুলিকে মেরুদণ্ড শক্ত রেখে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই মোদী সরকারের বিরুদ্ধে কোভিড পরিস্থিতি সামলাতে ব্যর্থতার চিত্র তুলে ধরা হচ্ছিল ওই সর্বভারতীয় পত্রিকাটিতে। আর তাতেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছিল কেন্দ্রীয় সরকারকে। এবার IT-কে কাজে লাগিয়ে তার প্রতিশোধ নেওয়া হচ্ছে বলেও প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা।