সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সকালেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে সরব হয়েছিলেন। এবার আসরে নামলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
The attack on journalists & media houses is yet another BRUTAL attempt to stifle democracy.#DainikBhaskar bravely reported the way @narendramodi ji mishandled the entire #COVID crisis and led the country to its most horrifying days amid a raging pandemic. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2021
কর ফাঁকির অভিযোগে বৃহস্পতিবার সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’-এর অফিসে আয়কর দফতরের হানার বিরুদ্ধে টুইটারে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যারাই মোদী সরকারের বিরোধিতা করছেন, তাদেরই জোর করে মুখ বন্ধ করতে চাইছে BJP সরকার। মমতার টুইট। সাংবাদিক এবং সংবাদমাধ্যমগুলির উপর আক্রমণ করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি।
I strongly condemn this vindictive act that aims to suppress voices that bring out the TRUTH. It's a grave violation that undermines the very principles of democracy.
Urging everyone in the Media to stay strong. Together we shall never let the autocratic forces succeed! (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2021
আজ দিল্লি, ভোপাল, জয়পুর, আহমেদাবাদ-সহ পত্রিকাটির বেশ কয়েকটি অফিসে বৃহস্পতিবার হানা দিয়ে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবার একটি টুইট করেছেন।