চলতে পারে লোকাল ট্রেন
Share it

রাজ্যে লোকাল ট্রেন চালু করার ব্যাপারে সবুজ সংকেত মিলল রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের বৈঠকে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। প্রথমদিকে ১০ থেকে ২০ শতাংশ ট্রেন চালানোর ভাবনা। পরে পরিস্থিতি অনুযায়ী ২৫ শতাংশ ট্রেন বাড়ানো হতে পারে।

কোন রুটে, কত ট্রেন এবং কোন সময়ে চালানো হবে তা ঠিক করতে আগামী ৫ নভেম্বর বিকেলে ফের বৈঠকে বসছে রাজ্য ও রেল। সেই দিন পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষে প্রাথমিক পরিকল্পনা রাজ্যকে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

মুখ্যসচিব জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সকলকেই ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে বলে স্থির হয়েছে। কাউকে অনুমতি দেওয়া হবে, কাউকে দেওয়া হবে না এটা হলে একটা বৈষম্যমূলক আচরণ করা হবে। তাই সকলকে ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে।

কোভিড-১৯ থেকে সাবধানতা অবলম্বনে মেট্রোর মতোই ই-পাসের চিন্তাভাবনাও চলছে। এছাড়াও আরও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হতে পারে লোকাল ট্রেন সফরে। তবে পুরো বিষয়টাই বৃহস্পতিবার আরও একটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Share it