SC EastBengal New Jersey
Share it

প্রত্যাশামতোই সোমবার প্রকাশিত হল ইস্টবেঙ্গলের নতুন জার্সি। তিন ধরনের জার্সি প্রকাশিত হয়েছে লাল হলুদের। হোম, অ্যাওয়ে ও থার্ড কিট।


তিন ধরনের জার্সিতেই রয়েছে থিমের ছোঁয়া। এসসি ইস্টবেঙ্গলের হোম কিটে রয়েছে মশালের প্রাধান্য। অ্যাওয়ে কিটে গুরুত্ব দেওয়া হয়েছে ইলিশ মাছকে এবং থার্ড কিটে বাংলার ঐতিহ্য রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীক তুলে ধরা হয়েছে।


লাল হলুদ শিবিরে আত্মবিশ্বাসের সুর, ‘ছিলাম, আছি, থাকব’। বাংলার ডিজাইনার মেঘনা নায়েক এবার এসসি ইস্টবেঙ্গলের জার্সির ডিজাইন করেছেন। বলেছেন, বাংলার আবেগকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জার্সির ডিজাইনে।

Share it