রেলকর্মীদের জন্য বিশেষ ট্রেনে উঠতে চেয়ে বিক্ষিপ্তভাবে প্রতিদিনই যাত্রী বিক্ষোভ বাড়ছিল রাজ্যে। পুজোর আগেই ট্রেন চালানোর প্রস্তুতি নিয়ে রাজ্যকে চিঠিও দিয়েছিল রেল বোর্ড। কিন্তু, তাতে সাড়াশব্দ করেনি স্বরাষ্ট্র দফতর। এবার যাত্রী বিক্ষোভ সামাল দিতে রেলকে চিঠি দিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিল রাজ্য সরকার।
GOWB is concerned to see the use of unquiet means to disperse passengers in need at railway platforms and has written a letter to railway authorities for discussions towards plying of a few pairs of trains….(1/2)
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 31, 2020
প্রতিদিন বিশেষ কয়েকজোড়া ট্রেন চালানোর আবেদন জানিয়ে রেলকে চিঠি লিখেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী। স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে খবরটি জানানো হয়েছে। চিঠিতে তিনি মৃদু ক্ষোভ প্রকাশ করে লিখেছেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক। শুধুমাত্র রেলকর্মীদের জন্য রাজ্যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে এবং তাতে সাধারণ মানুষের যাতায়াতের অধিকার নেই। স্পেশাল ট্রেনে উঠতে চাওয়া যাত্রীদের প্রতি RPF-এর আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রসচিব।
…..in the morning and afternoon hours for general commuters at large on observance of physical distancing norms and public health protocol. Letter attached(2/2) pic.twitter.com/u953BuA7Z7
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 31, 2020
আনলক পর্বে রাজ্যে শুধুমাত্র রেলকর্মীদের জন্যই বিশেষ ট্রেন চালানো হচ্ছে। আর সেই ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠার চেষ্টা করায় বারবার জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে বিক্ষিপ্তভাবে। শনিবার ফের যাত্রী বিক্ষোভে উত্তাল হয় হাওড়া স্টেশন চত্বর। যাত্রীরা ভিতরে ঢোকার চেষ্টা করতেই RPF বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন যাত্রীরা।