৩৬ ঘণ্টা কেটে গেলেও এখনও নির্ধারিত হল না হোয়াইট হাউজের মসনদে কে বসছেন, জো বাইডেন না ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড, তাতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে হারিয়ে ক্ষমতায় আসতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। উইসকনসিন এবং মিশিগান জিতে আপাতত পাল্লা ভারী বাইডেনের দিকেই।
ইতিমধ্যে মিশিগান ও উইসকনসিন ছিনিয়ে নিয়ে ট্রাম্পকে বড় ধাক্কা দিয়েছেন বাইডেন। ২০১৬ সালে ট্রাম্পের জেতা ওই দুটি রাজ্যে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। ভারতীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন জো বাইডেন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টিতে। ভোটগণনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগান ও উইসকনসিনে নতুন করে গণনার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তাঁর শিবির। ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই দুটি রাজ্যে ভোট নতুন করে গণনা করা হোক। ২০১৬ সালেও সেখানে ভোট পুনরায় গণনা করা হয়েছিল। আর তাতে ফলাফল কিছুটা হেরফের হয়েছিল।
এদিকে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, “বহু লড়াইয়ের পর অর্জন করা মার্কিন গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবে না।” স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের রাজ্য ডেলাওয়ারে কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি। জো বাইডেন বলেন, “এটা পরিষ্কার যে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের জন্য আমি পর্যাপ্ত সংখ্যক রাজ্যে জয় পেয়েছি। তবে আমি জয়ের ঘোষণা দিতে আসিনি। এটা জানাতে এসেছি যে, গণনা যখন শেষ হবে, আমাদের বিশ্বাস আমরা বিজয়ী হব।”