- ক্ষমতায় এসে আমাদের চ্যালেঞ্জ আরও বেড়েছে।
- দিল্লি আমাদের সঙ্গে না পারলে এজেন্সি লাগিয়ে দেয়।
- এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্র
- পারলে রাজনৈতিকভাবে অভিষেকের সঙ্গে লড়ো।
- রাজ্যে আগে কিছুই ছিল না। মা-মাটি-মানুষের সরকার সব করেছে।
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ৪০ বছর পর্যন্ত শোধ করা যাবে।
- আরও ২০ লক্ষ সবুজ সাথী সাইকেল দেওয়া হবে।
- শিক্ষাক্ষেত্রে ১০ গুন বরাদ্দ বাড়ানো হয়েছে।
- এরাজ্যে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব-স্মার্টফোন দেওয়া হবে।
- ছাত্র-শিক্ষকদের কণ্ঠরোধ করছে BJP।
- রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। বাংলায় আগামীদিনে বিদ্যুতের দাম কমে যাবে।
- রেল, প্লেন সব বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। এবার চোখ-নাক-মুখ বিক্রি করবে।
- স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় প্রতিবাদ করুন। সব জনগণের জায়গা। বিজেপির নয়।
- রাজ্যে আরও ৪টি IT পার্ক তৈরি হচ্ছে।
- হাতরাসে তৃণমূল প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়নি। আর বাংলায় যত কমিশন আছে সবকটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে।
- কয়লা মন্ত্রক কেন্দ্রের আয়ত্তে। কেন সেখানে CISF পাহারা দেয়নি?
- ED দেখা আমার কাছেও ওদের সম্পর্কে অনেক তথ্য আছে, সব দেখিয়ে দেব।
- PM কেয়ার্সে কত টাকা আছে, কোথা থেকে সেই টাকা এসেছে, সব জানি। ফাঁস করে দেব।
- পেট্রল-ডিজেলের গ্যাসের দাম বেড়ে কত হয়েছে? সেই টাকা কোথায় গেল? সবাইকে উজালার সুবিধা দেওয়া হোক।
- সিপিএম-ও খুন করার চেষ্টা করেছে। বিজেপি-ও করেছে। নন্দীগ্রামে আমাকে খুন করারই চেষ্টা হয়েছে।
- আফগানিস্তান থেকে আগে নাগরিকদের উদ্ধার না করে কেন সেনা প্রত্যাহার?
- ত্রিপুরাতে খেলা হবে, সারা ভারতে খেলা হবে। ২০২৪-এ দিল্লিতেও বিজেপির বিরুদ্ধে লড়াই হবে।
- ভালো করে পড়াশুনো করুন। পুজোর পর স্কুল, কলেজ খোলার চেষ্টা করছি।
- প্রত্যেক বছর ৫০০ ছাত্রছাত্রীকে CMO-এর কাজে লাগানো হবে। সার্টিফিকেট দেওয়া হবে তাদের।
- মেয়েরাও সবাই এগিয়ে আসুন। কাজের জন্য চিন্তা করবেন না। আমি বাংলাকে সেরকমভাবেই তৈরি করছি।