Bharat Bandh
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বামেদের ডাকা ৪৮ ঘণ্টার ভারত বনধে মিশ্র প্রভাব বাংলায়। একাধিক রেল স্টেশনে অবরোধ বাম কর্মী-সমর্থকদের। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ দেখানো হয়। কোচবিহারে সরকারি বাসে ভাঙচুর করার অভিযোগ। সব মিলিয়ে জেলায় জেলায় অশান্তির খবর পাওয়া গেছে সকাল থেকে।

২৮ ও ২৯ মার্চ জ্বালানির মূল্যবৃদ্ধি সহ মোদি সরকারের একাধিক নীতির বিরোধিতায় বন্‌ধের ডাক দিয়েছে বামেরা। জনজীবন স্বাভাবিক রাখতে বাড়তি তৎপর রয়েছে রাজ্য সরকারও। তা সত্ত্বেও সোমবার সকাল থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এল অশান্তির ছবি। সকালে যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান বামেদের কর্মী-সমর্থকরা। যাদবপুর স্টেশনে অবরোধ ও ব্যানার হাতে ট্রেনের প্যান্টোগ্রাফের উপর উঠে পড়েন বাম কর্মীরা। যার জেরে দীর্ঘক্ষণ ব্যহত হয় রেল পরিষেবা।

অবরোধ করা হয়েছে হাওড়ার ডোমজুড়, উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া স্টেশনেও। ফলে অফিস টাইমে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। প্রবল ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। রেলের পাশাপাশি জেলায় জেলায় সড়ক পথেও বামেদের অবরোধ-বিক্ষোভে হয়রান হতে হয় সাধারণ মানুষকে। লেকটাউনের কালিন্দি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকেই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। কোচবিহারে সরকারি বাস লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে। অনেক জায়গায় জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে।

Share it