Kerala Floods
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অতি ভারী বৃষ্টির জেরে ভূমিধসে বিধ্বস্ত কেরল। আরবসাগরে নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণের রাজ্যটির দক্ষিণ ও মধ্য প্রান্তের জেলাগুলিতে হড়পা বান শুরু হয়েছে। কেরল প্রশাসন সূত্রে খবর, বৃষ্টির জেরে ধসে রাজ্যে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। নিখোঁজ আরও অনেকে।


শুক্রবার রাত থেকে কেরলের ৬ জেলায় শুরু হয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে বহু এলাকায় ঘর বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিরাপদ স্থানে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।


কোট্টায়াম এবং ইদ্দুকি জেলায় একটি নদী প্লাবিত হয়ে বেশ কয়েকটি গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে। মূলত এই দুই জেলা থেকে বৃষ্টি পরবর্তী ধসের জেরে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এই দুই জেলা এবং পথনমথিট্টার পাহাড়ি এলাকাগুলিতেই বন্যা হয়েছে এবং ধস নেমেছে সবচেয়ে বেশি। কেরলের বেশ কিছু নদীও বিপদসীমার উপর দিয়ে বইছে।

পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনীর একটি দল ইতিমধ্যেই কোট্টায়ামে পৌঁছেছে। তবে সেনাবাহিনীর MI-১৭ এবং সরং হেলিকপ্টার বন্যাকবলিত এলাকায় পৌঁছলেও খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

Share it