Share it

শিবসেনার সঙ্গে বিতর্ক জিইয়ে রেখেই মুম্বই ছেড়ে মানালিতে নিজের বাড়ি ফিরে গেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। যদিও যাওয়ার আগে টুইটে আরও একবার পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে মুম্বইয়ের তুলনা করে বিতর্ক উস্কে গেলেন তিনি। সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডলে কঙ্গনা লেখেন, “ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়ছি। গত কয়েক দিন ধরে যে ভাবে আমাকে বারবার আক্রমণ করা হচ্ছিল, ভয় দেখান হচ্ছিল, তাতে পাকিস্তানের সঙ্গে তুলনা একেবারেই যথার্থ ছিল।”

এখানেই শেষ নয়। চণ্ডীগড় পৌঁছে ফের টুইট করেন বিতর্কিত অভিনেত্রী। রণংদেহি মেজাজে ফের বিস্ফোরক মন্তব্য, “চণ্ডীগড়ে নেমেই আমার আর নিরাপত্তাবাহিনীর প্রয়োজন পড়ছে না। লোকজন খুশিতে আমাকে অভিবাদন জানাতে আসছে। মনে হচ্ছে যেন, এবার বেঁচে গেলাম! একটা সময় ছিল, যখন মুম্বই আমার কাছে মায়ের আঁচলের মতো ছিল, আর আজ নিজের প্রাণ হাতে করে ফিরতে হল ওখান থেকে। শিব সেনা থেকে সোনিয়া সেনাতে পরিণত হয়েই আতঙ্কবাদ ছড়াচ্ছে প্রশাসন।”

গত ৯ সেপ্টেম্বর মুম্বইয়ে আসেন কঙ্গনা। পালি হিলে তাঁর অফিস ভাঙাকে কেন্দ্র করে কঙ্গনা এবং শিবসেনার সঙ্ঘাত তীব্র আকার নিতে শুরু করে। প্রকাশ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে টুইটে কঙ্গনা হুঁশিয়ারি দেন, “আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহঙ্কার ভাঙবে।’’ রবিবার বিকেলে কঙ্গনা দেখা করেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে। পরে টুইটারে কঙ্গনা লেখেন, “আমার বিশ্বাস, আমি ন্যায়বিচার পাব।” এরপরই হঠাৎ করে ‘মণিকর্ণিকা’ অভিনেত্রীর মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

Share it