প্রতীক্ষার অবসান। খুলল কালচিনির তোর্ষা চাবাগান। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামি ও তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর উপস্থিতিতে বুধবার এই বাগান খুলে দেওয়া হয়। প্রায় ৫০ শতাংশ শ্রমিক এদিন কাজে যোগ দেন।
প্রায় ২০ মাস আগে দুর্গা পুজোর বোনাস নিয়ে গন্ডগোলের জেরে বন্ধ হয়ে গিয়েছিল কালচিনির এই চাবাগানটি। কাজ হারিয়েছিলেন বাগানের ৮০০ চা শ্রমিক।
মঙ্গলবার শিলিগুড়িতে অতিরিক্ত শ্রম কমিশনারের দফতরে বৈঠকে এই চাবাগান খোলার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার খুলে দেওয়া হয় চাবাগান। ইতিমধ্যেই বন্ধ থাকা কালীন এই চাবাগানের বেশ কিছু শ্রমিক বাইরে কাজে চলে গেছেন। আবার অনেকের বয়স হয়ে যাওয়ায় অবসর নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংবাদমাধ্যমকে চাবাগানের জেনারেল ম্যানেজার রূপেন্দর রানাওয়াত বলেন, “শ্রমিকদের বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে ৫ জুন। এছাড়া ৩১ জুলাইয়ের মধ্যে বকেয়া বোনাস দিয়ে দেওয়া হবে।”
তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামি সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। চাবাগানের লোকেরা আমাদের ভোট না দিলেও মুখ্যমন্ত্রীর নির্দেশেই চাবাগান খোলার ব্যাবস্থা করা হয়েছে।”