Firhad Hakim on Amta Murder
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: হাওড়ার আমতায় নৃশংসভাবে ছাত্র খুনের ঘটনায় কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার গভীর রাতে পুলিশের পোশাকে বাড়িতে ঢুকে তিনতলা থেকে ঠেলে ফেলে দিয়ে আনিস খান নামে এক যুবককে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায়। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতি ও বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আনিস।

শনিবার এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, “কে বা কারা করেছে দেখতে হবে। আইন আইনের কাজ করবে। পুলিশ তদন্ত করবে। নৃশংস ঘটনা। এটা কলকাতার ট্রেন্ড নয়। উত্তরপ্রদেশে হয়। দোষীদের কঠোর সাজা হওয়া উচিত।”

এই ঘটনার পরে আমতা থানার পুলিশের দাবি, তারা ওই বাড়িতে কোনও পুলিশ পাঠায়নি। তবে পুলিশের পোশাকে কারা গিয়েছিল আনিসের বাড়িতে? প্রতিবাদী পড়ুয়ার অকাল মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য। শুরু রাজনৈতিক চাপানউতর।

Share it