সায়ন্তন বসুকে শো-কজ করল রাজ্য BJP। সংবাদ মাধ্যমে দলবিরোধী ও কুরুচিকর মন্তব্যের জেরেই এই শো-কজ বলে জানা গেছে। বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর পাশাপাশি আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ও উত্তরবঙ্গের নাগরাকাটার মণ্ডল সভাপতি সন্তোষ হাতিকেও শো-কজ করা হয়েছে। চিঠিতে কৈফিয়ত চাওয়া হয়েছে যে, ওই কাজের জন্য সায়ন্তন বসুদের কেন কড়া শাস্তি হবে না। শো-কজের জবাব সাতদিনের মধ্যে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
West Bengal: BJP issues show-cause notice to party leader Sayantan Basu for his alleged derogatory and anti-party statements; asks him to reply within 7 days
— ANI (@ANI) December 22, 2020
কোন মন্তব্যের জন্য এই শো-কজ চিঠি সায়ন্তন বসুদের ধরানো হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে দলীয় সূত্রে জানা গেছে, জিতেন্দ্র তিওয়ারির দলে যোগদান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই এই চিঠি। রাজনৈতিক মহলের একাংশের মতে, সায়ন্তন সহ তিন নেতাকে শো-কজ করে আসলে দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়দেরও বার্তা দিতে চেয়েছে দল।
শো-কজ নোটিসে জানানো হয়েছে, সায়ন্তন বসু গত ১৮ ডিসেম্বর সংবাদমাধ্যমে দলবিরোধী এবং নিম্নরুচির মন্তব্য করেছেন। যা দলের অবস্থানের সম্পূর্ণ বিরোধী। দল এই ধরনের বক্তব্য সমর্থন করে না। দলের সংবিধান অনুযায়ী, এমন মন্তব্যের জন্য বহিষ্কার করা হতে পারে। কেন তাঁকে কড়া শাস্তি দেওয়া হবে না, তা নিয়ে সাতদিনের মধ্যে সায়ন্তন বসুদের কাছে জবাব চাওয়া হয়েছে।