দীর্ঘ প্রতীক্ষার অবসান। ট্রায়াল রান শুরু হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সব কিছু ঠিক থাকলে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকেই পরিষেবা শুরু হয়ে যেতে পারে। তার আগে নিরাপত্তা-সহ প্রযুক্তিগত খুঁটিনাটিগুলি খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH | Railways conducts 1st trial run of Metro train up to Dakshineswar, along Kolkata's North-South corridor in WB.
"Once ready, this will enhance connectivity, benefit lakhs of daily commuters & enable devotees to comfortable visit Dakshineswar Kali Temple,"says Railway Min pic.twitter.com/5Ib7rYhxZL
— ANI (@ANI) December 23, 2020
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করে। পরীক্ষামূলকভাবে এই মেট্রোর যাত্রী ছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী-সহ বেশ কয়েকজন আধিকারিক। মেধা রেক নম্বর ৪১২ আপ লাইন ধরে প্রথম ছোটে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। তারপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আসে বরাহনগর মেট্রো স্টেশনে। সেখান থেকে ওয়াই সাইডিং মারফৎ লাইন বদল করে মেট্রো ফের যায় দক্ষিণেশ্বর স্টেশনে। সেখান থেকে ডাউন লাইন ধরে মেট্রো চলে আসে নোয়াপাড়ার দিকে। এভাবেই বেশ কয়েকবার চলে মেট্রোর ট্রায়াল রান।
রেলওয়ে কমিশনের ছাড়পত্র মিললে ভোটের আগেই রাজ্যবাসী পেয়ে যাবে বহুকাঙ্খিত দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত মেট্রো পরিষেবা। নর্থ-সাউথ মেট্রোর এই সম্প্রসারণে নতুন দিগন্ত খুলে যাবে বলে আশাবাদী রাজ্য। এর ফলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত টানা ছুটবে মেট্রো। ফলে অল্প সময়ের মধ্যেই মূল কলকাতা থেকে দক্ষিণেশ্বর পৌঁছতে পারবেন সাধারণ মানুষ।