মেদিনীপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সভা শেষের কিছু সময় পরেই সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে পরিবারতন্ত্র নিয়ে পাল্টা তোপ দাগেন তৃণমূল নেতা।
দেখুন ভিডিও:
শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ বলেন, “আপনি পরিবারতন্ত্র নিয়ে কথা বলছেন! অধিকারী পরিবারে পরিবারতন্ত্র নেই? অমিত শাহজি, কী এমন হল যাতে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরই BCCI সচিব হলেন আপনার ছেলে? কার অনুপ্রেরণায়, কী যোগ্যতায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নন। নিয়ে অপপ্রচার করা হচ্ছে। বিজেপি এই প্রচার করছে। অমিত শাহের লজ্জা হওয়া উচিত। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। অন্য কেউ নন।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও সুর চড়িয়ে বলেন, “ভারতীয় জনতা পার্টি লুঠেরাদের পার্টি। কালোবাজারিদের পার্টি।” শনিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “ওই ৩০টা CISF আর কনভয় নিয়ে আপনি যেন ফের নন্দীগ্রামেই দাঁড়ান। সিটটা আবার বদল করবেন না। ডায়মন্ড বারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ প্রসঙ্গে কল্যাণ সরাসরি ‘কাপুরুষ’ হিসেবে চিহ্নিত করেন শুভেন্দুকে। তাঁর মন্তব্য, “বুকের পাটা থাকলে তো নাম করেই বলত।”