মেদিনীপুরে সভায় মমতাকে আক্রমণ অমিত শাহের
Share it

শুভেন্দু অধিকারীকে দলে পেয়ে আরও ঝাঁঝালভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরের কলেজ মাঠে এদিন অমিত শাহ বলেন, “শুভেন্দুর নেতৃত্বে আজ সব দলের ভালো লোকেরা BJP-তে যোগ দিয়েছেন। মমতা দি যখন কংগ্রেস ভেঙে তৃণমূল করলেন, তখন দলবদল ছিল না ওটা? আজ শুভেন্দু এলেন, সেটা দলবদল মনে হচ্ছে? নির্বাচন আসতে আসতে তৃণমূলে মমতা দি একাই পড়ে থাকবেন।”

মেদিনীপুর কলেজ মাঠে জনসমাগম
মেদিনীপুর কলেজ মাঠে জনসমাগম

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও একধাপ এগিয়ে বলেন, “আপনার নজরে তো শুধু ভাইপো রয়েছে। কবে তাঁকে মুখ্যমন্ত্রী বানাবেন, তা নিয়ে ভাবনাচিন্তা করছেন।” মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি প্রশ্ন করেন, “মোদিজি কৃষকদের জন্য ৬ হাজার টাকা দিলেও কেন পাচ্ছেন না তাঁরা বাংলায়? আয়ুষ্মান প্রকল্প চালু না করার জন্যও মমতা বন্দ্য়োপাধ্যায়কে তোপ দাগেন অমিত শাহ। বলেন, “বাংলার মানুষ কেন্দ্রের কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। যতক্ষণ না তৃণমূলকে উৎখাত করছেন ততক্ষণ দুর্ভোগ সহ্য করতে হবে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার উন্নয়ন হবে। ভ্রষ্টাচার হটাবেন। কিছুই হয়নি। মোদির পাঠানো আমফানের ত্রাণের টাকা তৃণমূলের গুন্ডাদের পকেটে চলে গিয়েছে। আপনার লজ্জা হওয়া উচিত মমতাজি।”

মেদিনীপুরে হেলিপ্যাডে নেমে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন অমিত শাহ
মেদিনীপুরে হেলিপ্যাডে নেমে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন অমিত শাহ

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলা প্রসঙ্গেও তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “আমাদের ৩০০-র বেশি কর্মী প্রাণ হারিয়েছেন। নাড্ডার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছোঁড়া হয়েছে। পুরো বাংলা আপনার বিপরীতে। আপনাকে তাড়ানোর জন্য তাঁরা উদগ্রীব। বিজেপিকে যতই আক্রমণ করা হবে, ততই এরাজ্যে বিজেপি শক্তিশালী হবে।” রাজ্যবাসীর কাছে সবশেষে তাঁর আর্জি, “৫ বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন সোনার বাংলা গড়ে দেখাব।”

Share it