BJP তে যোগ দিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী
Share it

দল বদল করেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকে BJP নেতা হুঙ্কার দিলেন, “তোলাবাজ ভাইপো হঠাও।”

BJP তে যোগ দিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP তে যোগ দিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

মঞ্চে শুভেন্দু অধিকারী বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশেই। বক্তব্য দেওয়ার শুরুতেই অমিত শাহকে ‘আমার দাদা’ বলে সম্বোধন করেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী নেতা। বলেন, “দেশের গর্ব অমিত শাহ। তাঁর হাত ধরে এলাম বিজেপিতে। আমি সিঁড়ি দিয়ে উঠেছি। আমাকে বিশ্বাসঘাতক বলছে আজকে। আমি ক্ষমতার জন্য বিজেপিতে আসিনি। আমাকে পতাকা লাগাতে বললেও আমি তাই করব।”

বিজেপিতে যোগ দেওয়ার আগে অমিত শাহের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী
বিজেপিতে যোগ দেওয়ার আগে অমিত শাহের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী
জননেতা শুভেন্দু অধিকারী
জননেতা শুভেন্দু অধিকারী

শুভেন্দু এদিন দাবি করেন, উত্তরপ্রদেশে বিশাল জয়ের পর দিল্লিতে তাঁর সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ হয়। বলেন, অমিতজি তাঁকে কখনই বিজেপিতে যোগ দিতে বলেননি। যখন করোনা আক্রান্ত হয়েছিলেন, কখন দলের কেউ খোঁজ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। বলেন, যাদের জন্য তিনি কাজ করেছেন, অকৃতদার থেকেছেন, তাঁরাই কোনও খবর নেননি। সেইসময় অমিত শাহ তাঁর খোঁজ নিয়েছিলেন। মুকুল রায় তাঁকে আত্মসম্মান হারিয়ে দলে না থাকার অনুরোধ করেছিলেন বলেও এদিন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন শুভেন্দু অধিকারীর নিশানা থেকে বাদ যাননি। তিনি বলেন, “তৃণমূল এবার দ্বিতীয় হবে। প্রথম হবে বিজেপি। আমার মা আমার নিজের জন্মদাত্রী। অন্য কেউ নয়। আর ভারত মাতা আমার মা। অন্য কাউকে মা বলতে পারব না।”

পদ্মশিবিরে যোগ দেওয়ার ঠিক আগের মুহূর্তে অবশ্য তিনি তাঁর প্রাক্তন দল ও তাঁর অনুগামীদের প্রতি খোলা চিঠি লিখে যাবতীয় অনুভূতির কথা প্রকাশ করেন। ৬ পাতার খোলা চিঠিতে ‘আমার প্রিয় অনুগামী’ সম্বোধন করে তিনি লিখেছেন, “নিজেদের রক্ত, ঘাম দিয়ে তৃণমূল যাঁরা তৈরি করেছিলেন, তাঁরাই দলে সবচেয়ে কোণঠাসা, গুরুত্বই পাননি। গত ১০ বছরের দলীয় স্বার্থের ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া হয়েছে ব্যক্তিস্বার্থকে।” দলে পচন ধরেছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

Share it