নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মারণ রোগ কর্কট। প্রতিবছর ১০ মিলিয়ন মানুষের মৃত্যু হয় ক্যান্সার আক্রান্ত হয়ে। প্রতি ছয় জনে একজনের মৃত্যু হয় এই রোগে। তবে ক্যান্সার মানেই মৃত্যু নয়। প্রাথমিক অবস্থায় সুচিকিৎসা হলে রোখা সম্ভব এই মারণরোগকে। দাবি করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মতে, ক্যান্সার রুখতে প্রয়োজন সচেতনতা। আর এনিয়েই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মিউজ়িয়ামে বুধবার আয়োজন করা হয়েছে ‘Fighting Cancer by Choice’ শীর্ষক আলোচনা সভার।
সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইন্সস্টিটিউট এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মিউজ়িয়ামের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই আলোচনাসভার। আলোচনায় অংশগ্রহণ করবেন সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের অধ্যাপক মেডিক্যাল ডিরেক্টর ডাঃ অর্ণব গুপ্তা এবং সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইন্সস্টিটিউটের গায়েনোকোলজিক্যাল অঙ্কোলজি বিভাগের পরামর্শদাতা ডাঃ রাহুল রায় চৌধুরী। এছাড়াও থাকবেন বিভিন্ন স্কুলের আমন্ত্রিত শিক্ষক ও অতিথিরা।
চিকিৎসদের মতে, সঠিকভাবে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারলে ৩০-৫০ শতাংশ ক্ষেত্রে ক্যান্সার নিরাময় সম্ভব। মাত্র ৫-১০ শতাংশ ক্যান্সার পারিবারিকভাবে জিনঘটিত ক্ষেত্রে দেখা যায়। বাকি ৯০-৯৫ শতাংশ ক্ষেত্রে দায়ি আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন। এরমধ্যে রয়েছে, তামাকজাতীয় দ্রব্য সেবন, অ্যালকোহল, ভাজাজাতীয় খাদ্যগ্রহণ, রেড মিট, পরিবেশ দূষণ, সংক্রমণ, মানসিক চাপ, স্থূলতা ইত্যাদি কারণ।