নিউজ ওয়েভ ইন্ডিয়া: নিজেকেই বিয়ে করতে চলেছেন গুজরাটের ২৪ বছরের যুবতি ক্ষমা বিন্দু। রীতিমত মন্ত্রপাঠ করে হবে বিয়ে। থাকবে সমস্তরকম বিবাহ সম্পর্কিত রীতি আচার। এমনকী নিজের সিঁথিতেই নিজে পরবেন সিঁদুরও। দেশের প্রথম ‘সোলোগ্যামি’ হিসেবে বিবেচিত হতে চলেছেন ক্ষমা।
ভাদোদরার বাসিন্দা ক্ষমা বিন্দু একটি সর্বভারতীয় সংবাদপত্রকে জানিয়েছেন, ১১ জুন তাঁর বিয়ে। এবং একটি বিয়েতে যা যা লাগে সবেরই আয়োজন থাকবে। শুধু থাকবে না কোনও পাত্র। কেন এমন ভাবনা? ক্ষমা জানালেন, প্রথাগত বিয়ে বিষয়টিতে বিশ্বাস নেই তাঁর। অন্য কোনও ব্যক্তিকেও বিয়ে করতে কখনই রাজি নন তিনি। আর সবচেয়ে বড় কথা নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসেন ক্ষমা। তাই নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এ ব্যাপারে পরিবারের সম্মতিও পেয়েছেন।
বিয়ে তো করছেন ক্ষমা। কিন্তু, মধুচন্দ্রিমা করবেন কি? তাতেও সম্মতি জানালেন বেসরকারি সংস্থার কর্মী মিস বিন্দু। বিয়ের পর দু’সপ্তাহের ছুটি নেবেন তিনি। যাবেন হানিমুনেও। নিজের সঙ্গেই সময় কাটাবেন এই আধুনিকা। যতই এগোচ্ছে দুনিয়া, ততই বদলাচ্ছে মানুষের ভাবনাচিন্তা। ক্ষমা বিন্দুও তাই নতুন ভাবনাচিন্তারও আধুনিকতম নিদর্শন হতে চলেছেন।