নিউজ ওয়েভ ইন্ডিয়া: গুজরাটের কলোল-এ বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। IFFCO-এর এই প্ল্যান্টটি কৃষকদের উৎপাদনশীলতা এবং তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে। আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর কৃষির দিকে একটি বড় পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
গান্ধীনগরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অত্যাধুনিক ন্যানো ইউরিয়া লিকুইড প্ল্যান্টটি জাতির সেবায় উৎসর্গ করেছেন মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া।
IFFCO ইতিমধ্যেই দেশের আওনলা, ফুলপুর, কালোল (সম্প্রসারিত), বেঙ্গালুরু, পারাদীপ, কান্ডলা, দেওঘর (বিহার) এবং গুয়াহাটি ইউনিটে ন্যানো সার উৎপাদনের জন্য অতিরিক্ত উৎপাদন ইউনিট স্থাপন করেছে। এই ইউনিটগুলিতে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি এবং ন্যানো মাইক্রো নিউট্রিয়েন্ট উৎপাদন হয়। এই সমস্ত ইউনিট স্থাপনে মোট ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে IFFCO। প্রতিদিন ২ লক্ষ বোতল তরলিকৃত সার উৎপাদনের ক্ষমতা রয়েছে ইউনিটগুলিতে।
মাটি, জল এবং বায়ু দূষণ কমানোর পাশাপাশি এই তরল সারের উচ্চতর পুষ্টি প্রদান করবে। সেইসঙ্গে এটি কৃষকদের আয় যথেষ্ট বাড়াবে বলে প্রধানমন্ত্রী দাবি করেছেন। তিনি বলেন, এটি উল্লেখযোগ্যভাবে লজিস্টিক এবং গুদামজাতকরণ খরচ কমিয়ে আনবে।