Share it

একে তো লকডাউন। তার উপর টানা বৃষ্টি। এই দুইয়ের প্রভাবে থমকে গেছে কলকাতার জনজীবন। তিলোত্তমার রাস্তায় কোথাও কোথাও জল জমতেও দেখা গেছে। এতে নাজেহাল শহরবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দিনভর কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ একই রকম মেঘলা থাকবে। সঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত।

বিভিন্ন জেলাতেও একইভাবে চলছে টানা বৃষ্টি। অপেক্ষাকৃত নীচু এলাকা জলমগ্ন হতে দেখা গেছে। নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি পুকুরও ভরতে শুরু করেছে বৃষ্টির জলে। এখন ধান চাষের সময়। তাই মাঠে মাঠে এবার শুরু হবে ধানের বীজ বা চারা পোঁতার কাজ। তার জন্য জমিতে জলের প্রয়োজন। সেদিক থেকে এই বৃষ্টিতে চাষের উপকার হবে বলেই মনে করছেন কৃষিজীবীরা।

এদিকে কলকাতার রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় অসুবিধেয় পড়েছেন অনেকেই। বিশেষ করে অফিস টাইমে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থেকে কোনও গাড়ি না পেয়ে সমস্যায় পড়তে হয়েছে অনেককে। কোথাও কোথাও রাস্তায় জল উঠে গেছে হাঁটু পর্যন্ত।

গল্ফ গ্রিনের এক বাসিন্দার কথায়, “রাতভর বৃষ্টি হয়েছে। রাস্তায় একটা অটো বা বাসের দেখা নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়লেও বাধ্য হয়ে স্কুটি নিয়ে রাস্তায় নামতে হয়েছে। কিন্তু রাস্তায় যেভাবে জল জমেছে তাতে স্কুটিও বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে হেঁটেই অফিস যেতে হবে।”

Share it