ভারতে ফের নিষিদ্ধ ৪৩টি চিনা অ্যাপ
Share it

ফের চিনা অ্যাপে নিষিদ্ধ ভারতে ৷ দেশের সুরক্ষা ও স্বার্বভৌমত্বের ক্ষেত্রে বিপজ্জনক৷ অ্যাপগুলির মাধ্যমে হতে পারে তথ্য চুরি৷ এই যুক্তিতেই তৃতীয় দফায় ৪৩টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল দেশে।


IT অ্যাক্টের ৬৯-এ ধারা অনুযায়ী ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে এই অ্যাপগুলি৷ নিষিদ্ধ হওয়া এই অ্যাপগুলির তালিকায় রয়েছে, চিনের জনপ্রিয় খুচরো ব্যবসায়ী আলিবাবা সংস্থার আলিএক্সপ্রেস, ক্যামকার্ড, স্ন্যাক ভিডিওর মতো অ্যাপ৷


লাদাখে ভারত চিন সীমান্তে সংঘাতের পর থেকে চিনা পণ্য বয়কটের সঙ্গে সঙ্গে চিনা অ্যাপগুলির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ অ্যাপগুলির মাধ্যমে ভারতের নাগরিকদের তথ্য চুরি করছে চিন, চালানো হচ্ছে নজরদারি, এমন একের পর এক অভিযোগের ভিত্তিতে দফায় দফায় বিপজ্জনক চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করতে শুরু করে কেন্দ্র ৷

এর আগে ২৯ জুন প্রথম দফায় ৫৯টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকটক, পাবজি সহ মোট ১১৮টি চিনা অ্যাপ এদেশে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সরকার৷

Share it