ফের চিনা অ্যাপে নিষিদ্ধ ভারতে ৷ দেশের সুরক্ষা ও স্বার্বভৌমত্বের ক্ষেত্রে বিপজ্জনক৷ অ্যাপগুলির মাধ্যমে হতে পারে তথ্য চুরি৷ এই যুক্তিতেই তৃতীয় দফায় ৪৩টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল দেশে।
Govt of India blocks 43 mobile apps from accessing by users in India, under section 69A of the Information Technology Act. Action taken based on inputs regarding these apps for engaging in activities prejudicial to India's sovereignty, integrity, defence, security & public order. pic.twitter.com/ACVffY3SKF
— ANI (@ANI) November 24, 2020
IT অ্যাক্টের ৬৯-এ ধারা অনুযায়ী ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে এই অ্যাপগুলি৷ নিষিদ্ধ হওয়া এই অ্যাপগুলির তালিকায় রয়েছে, চিনের জনপ্রিয় খুচরো ব্যবসায়ী আলিবাবা সংস্থার আলিএক্সপ্রেস, ক্যামকার্ড, স্ন্যাক ভিডিওর মতো অ্যাপ৷
Government of India blocks 43 #MobileApps from accessing by users in India; @GoI_MeitY issues orders for blocking apps under Section 69A of the Information Technology Acthttps://t.co/XMgnbM8TPS pic.twitter.com/z14toHX511
— DD India (@DDIndialive) November 24, 2020
লাদাখে ভারত চিন সীমান্তে সংঘাতের পর থেকে চিনা পণ্য বয়কটের সঙ্গে সঙ্গে চিনা অ্যাপগুলির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ অ্যাপগুলির মাধ্যমে ভারতের নাগরিকদের তথ্য চুরি করছে চিন, চালানো হচ্ছে নজরদারি, এমন একের পর এক অভিযোগের ভিত্তিতে দফায় দফায় বিপজ্জনক চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করতে শুরু করে কেন্দ্র ৷
এর আগে ২৯ জুন প্রথম দফায় ৫৯টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকটক, পাবজি সহ মোট ১১৮টি চিনা অ্যাপ এদেশে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সরকার৷