করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার করোনার ভ্য়াকসিন নিয়ে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় মেদীকে জানান, “টিকা পেলেই তা যাতে দ্রুত বন্টন করা যায়, তার জন্য আমরা কেন্দ্র এবং অন্য সব সংস্থার সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। টিকা রাখার জন্য কোল্ড চেইন-সহ যে পরিকাঠামো প্রয়োজন, তা রাজ্যের রয়েছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, “দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো এবং তার সঙ্গে শহরতলিতে ট্রেন চালানোর পর করোনার প্রকোপ মারাত্মক হারে বাড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, তাও রুখে দিতে সক্ষম হয়েছে রাজ্য।” সেই সঙ্গেই তিনি মোদীকে জানান, “বাংলায় কোভিড সংক্রামিত রোগীর সংখ্যার হার এবং মৃত্যু হারও কমেছে।” মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্যগুলি ও পার্শ্ববর্তী দেশ থেকেও এই রাজ্যে রোগীরা আসেন। তা সত্ত্বেও নিয়ন্ত্রণে কোভিড সংক্রমণের হার।” করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশাকর্মী, চিকিৎসক, নার্স-সহ সমস্ত কোভিড যোদ্ধার অবদানের কথাও বলেন তিনি। বলেন, আশাকর্মীরা এরই মধ্যে রাজ্যজুড়ে ৪৫ কোটি মানুষের বাড়িতে গিয়ে সচেতনতামূলক প্রচার করেছেন।
রাজ্যের বকেয়া অর্থের দাবিতেও বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, GST বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৮ হাজার ৫০০ কোটি টাকা। কোভিড মোকাবিলায় রাজ্যের ব্যায় ইতিমধ্যেই ৪ হাজার কোটি ছাড়িয়েছে। এইখাতে কেন্দ্রের কাছ থেকে মাত্র ১৯৩ কোটি টাকা মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রের কাছে বাকি অর্থ অবিলম্বে মিটিয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।