চন্দননগর গোন্দলপাড়া জুট মিল
Share it

ফের খুলে গেল চন্দননগর গোন্দোলপাড়া জুটমিল। রবিবার সকাল থেকেই আবার কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিকদের। গত সোমবার গোন্দোলপাড়া জুটমিল বন্ধ হয়ে যায়।

ওই জুটমিলের পাট বিভাগে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। এর ফলে মিল কর্তৃপক্ষের তরফে জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। শনিবার দুপুরে DLC-এর কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠকের পর ফের রবিবার সকাল থেকে চন্দননগরের ওই জুটমিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

জুটমিল খোলায় এলাকায় শ্রমিক ও তাদের পরিবারে খুশির পরিবেশ তৈরি হয়েছে। চন্দননগরের গোন্দোলপাড়া জুটমিলে প্রায় চার হাজার শ্রমিক কাজ করতেন।

Share it