করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পড়াশোনার একমাত্র মাধ্যম এখন ডিজিটাল মিডিয়া। কিন্তু প্রত্যন্ত এলাকার বহু পড়ুয়ার বাড়িতেই এখনও মোবাইল নেটওয়ার্ক নেই। তাবলে কী তাদের পড়াশোনা হবে না ? এগিয়ে যেতে পারেবে না তারা ? একথা ভেবে পড়ুয়াদের জন্য এগিয়ে এলেন খোদ শিক্ষিকরা।
Rajasthan | Teachers in Barmer travel by camel to the homes of students in desert areas or which have limited access to mobile networks.
"I salute & thank this team of teachers. This should be continued further," says Roop Singh Jhakad, Principal, Govt Higher Sr School, Bhimthal pic.twitter.com/hLfg0dUnvI
— ANI (@ANI) July 9, 2021
উঠের পিঠে চড়ে তাঁরা পৌঁছে গেলেন সেইসব স্কুল পড়ুয়ার বাড়িতে। যাদের বাড়িতে নেই মোবাইলের নেটওয়ার্ক। শিক্ষকদের পড়ানো শুরু হল পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে। দেশের ভবিষ্যতের কথা ভেবে শিক্ষকদের এহেন অভিনব উদ্যোগ নজরে এল রাজস্থানের মরুভূমি এলাকায়।
ভীমতালের একটি স্কুলের প্রিন্সিপাল রূপ সিং ঝংকাডের কথায়, “শিক্ষকদের এই দলটিকে আমি স্যালুট ও ধন্যবাদ জানাই। এধরনের উদ্যোগ আরও হওয়া উচিত।”
#WATCH | Teachers in Barmer travel by camel to the homes of students in desert areas or who have limited access to mobile networks pic.twitter.com/afhccZlPuO
— ANI (@ANI) July 9, 2021
রাজস্থানের শিক্ষা দপ্তরের অধিকর্তা সৌরভ স্বামী ANI-কে বলেন, “৭৫ লাখ পড়ুয়ার মধ্যে অনেকের বাড়িতেই মোবাইল নেটওয়ার্ক নেই। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সপ্তাহে একদিন করে শিক্ষকরা বাড়ি গিয়ে পড়িয়ে আসবেন ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটের পড়ুয়াদের। আর ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলবের পড়ুয়াদের বাড়িয়ে গিয়ে পড়ানো হবে সপ্তাহে দু-দিন।”