Share it

কলকাতা থেকে গ্রেপ্তার করা হল সন্দেহভাজন তিন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (JMB) জঙ্গিকে। রবিবার ওই তিন জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হবে।

লালবাজারকে উদ্ধৃত করে ANI জানিয়েছে, কলকাতা থেকে ওই তিন সন্দেহভাজন JMB জঙ্গিকে পাকড়াও করে STF। ধৃতদের নাম নাজ়িউর রেহমান, শাব্বির ও রেজ়াউল। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

কলকাতা পুলিশের STF-এর জয়েন্ট CP ভি সোলোমন নেসাকুমার ANI-কে বলেন, “এদিন দুপুর ২টো নাগাদ ওই তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে STF। ধৃতদের কাছ থেকে আমরা জিহাদি কাগজপত্র পেয়েছি। তাদের ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। একটি ডায়েরিও পাওয়া গেছে তাতে বহু JMB সদস্যের নাম ও নাম্বার রয়েছে। তদন্ত শুরু হয়েছে।”

কলকাতা থেকে JMB জঙ্গি সন্দেহে তিন জনকে গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের BJP সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজ্যের সুরক্ষা এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত সন্ত্রাসবাদে আবদ্ধ হয়ে পড়ছে এরাজ্য। তারা কী করে এখানে বসবাস করছে ? রাজনৈতিক সুবিধে ছাড়া রাজ্যের আইন-শৃঙ্খলার দিকটিতে নজরই দিচ্ছেন না মুখ্যমন্ত্রী।”

রাজ্যকে একহাত নিয়ে তিনি আরও বলেন, “উগ্রপন্থী, জঙ্গি আর সমাজ বিরোধীরা রাজ্যে তাদের নিরাপদ জায়গা বানিয়ে ফেলেছে। তাদের ধরার কোনও ইচ্ছেই নেই রাজ্যের। বরং উগ্রপন্থীদের সরবরাহের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। এতে বিরক্ত গোটা দেশ।”

Share it