Posta Fly Over
Share it

পোস্তা উড়ালপুল ভাঙার কাজ দেখতে মঙ্গলবার এলাকায় গেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভাঙার কাজ পরিদর্শন করে তিনি বলেন, “এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা কে সামনে রেখে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ করা হবে। মানুষ যেন ভবিষত্যের কথা ভেবে একটু সহযোগিতা করেন।” একইসঙ্গে উড়ালপুলের একটি অংশের ভাঙার কাজ করতেই ৪৫ দিন সময় লাগবে বলে মন্ত্রী জানিয়েছেন।

ফিরহাদ হাকিম বলেন, “পোস্তা পোস্তা উড়ালপুলের ভাঙার কাজের সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করা হবে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার খুব সাবধানে উড়ালপুলের অংশ ভাঙার কাজ করছেন। প্রথমবার নতুন প্রযুক্তি ব্যবহার করে পোস্তা উড়ালপুলের অংশবিশেষ খোলার কাজ চলছে। এ ধরনের ভাঙার কাজে কিছুটা শব্দও হতে পারে। তবে বিকট শব্দ হবে না। সেভাবেই ইঞ্জিনিয়াররা কাজ করছেন।”

পাশাপাশি পোস্তা উড়ালপুল পরিদর্শন করতে গিয়ে BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন আবাসন মন্ত্রী ববি হাকিম। দিলীপ ঘোষ বলেছিলেন, “বাংলার ছেলেরা গুজরাটে চাকরি করতে যাচ্ছে। এর পালটা জবাব দিয়ে তিনি বলেন, গুজরাটে যারা বিশ্বাসী, তারা বাংলাকে বিশ্বাস করতে পারেন না। গুজরাটকে ভালো না বললে দিলীপ ঘোষের সভাপতি পদে থাকা সম্ভব হবে না।”

Share it