অক্সিজেনের সমস্যা মেটাতে উদ্বোধন করা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্বোধন হল অক্সিজেন প্ল্যান্টের। ফলে আর বাইরে থেকে অক্সিজেন আনতে হবে না হাসপাতাল কর্তৃপক্ষকে। এখন থেকে আর অক্সিজেনের অভাবে আর কোনও রোগীকে মৃত্যুমুখে পড়তে হবে না।
মঙ্গলবার অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষা করবী গড়াই। হাসপাতালের এম এস ভি পি পলাশ মিত্র বলেন, “রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় লিকুইড মেডিক্যাল অক্সিজেন চালু করা হল। এখন হাসপাতালের সমস্ত বভাগে পাইপ লাইনের কাজ করালেই হবে। বর্তমানে ৬২৬ শয্যা রয়েছে। আগামী দিনে ৭২০ শয্যা করার পরিকল্পনা রয়েছে। এই অক্সিজেন প্ল্যান্ট থেকে সমস্ত রোগীর শয্যাতেই পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেওয়া যাবে”।