১৩ জানুয়ারি থেকে করোনা টিকাকরণ, জানাল স্বাস্থ্য মন্ত্রক
Share it

ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সাধারণ করোনা ভাইরাস সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এরইমধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো আরও ভয়ঙ্কর করোনার নতুন প্রজাতি স্ট্রেন সারা বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। এবার কলকাতায় ব্রিটেন ফেরত এক যুবকের দেহে পাওয়া গেল নতুন প্রজাতির এই স্ট্রেনের।

সাধারণ করোনা থেকে ভয়ঙ্কর এই স্ট্রেন। ৭০ শতাংশ দ্রুত গতিতে এটি ছড়িয়ে পড়ে এটি। ব্রিটেনে প্রথম এই স্ট্রেনের দেখা পাওয়া যায়। ভারত সরকার সতর্কতা অবলম্বন করলেও গত ১৫ দিন ধরে ব্রিটেন থেকে যারা ভারতে এসেছেন, তাদের ২০ জনের শরীরে স্ট্রেন পাওয়া গেছে।

এরমধ্যে কলকাতাতেই এক যুবক এই স্ট্রেনে আক্রান্ত হবার খবর পেয়ে স্বাস্থ্য দপ্তর জরুরি বৈঠক করেছে। প্রধান স্বাস্থ্যসচিব বিবেক কুমার জানিয়েছেন, করোনার নয়া স্ট্রেন আক্রান্ত যুবককে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তার সহ যাত্রীদের সন্ধান চলছে। তাদের খোঁজ পেলে সকলকেই আইসোলেশানে পাঠানো হবে।

উল্লেখযোগ্য, স্ট্রেন ভাইরাস আক্রান্ত তরুণ রাজ্য সরকারের স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিকের পুত্র। গত ২০ ডিসেম্বর তিনি বিমানে ব্রিটেন থেকে কলকাতায় ফিরেছেন।

Share it