বছরের প্রথম দিনেই সুখবর লাল-হলুদ সমর্থকদের জন্য। এসসি ইস্টবেঙ্গলে সরকারিভাবে চুক্তিবদ্ধ হলেন ব্রাইট এনোবাখারে। লাল-হলুদ শিবিরে যোগ দিয়েই দারুণ খুশি ২২ বছরের নাইজেরিয়ান এই ফুটবলার।
"I am happy to be part of SC East Bengal. It is the biggest club in India and offers me a fresh challenge."
Welcome aboard, Bright Enobakhare! 🤩#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #TheFutureIsBright pic.twitter.com/loVS5Xy7T7
— SC East Bengal (@sc_eastbengal) January 1, 2021
বলেছেন, “এসসি ইস্টবেঙ্গলের মতো ভারতের অন্যতম সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি দারুন গর্বিত। এসসি ইস্টবেঙ্গলে খেলতে পারা আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ।”
গ্রিসের নামী ক্লাব AEK আথেন্সে খেলতেন। এছাড়াও নাইজেরিয়ার জাতীয় দলের হয়েও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন এনোবাখারে। পজিশনাল স্ট্রাইকার হিসেবে এসসি ইস্টবেঙ্গলে ব্রাইটের যোগদানের ফলে দলের আক্রমণ ভাগ আরও ক্ষুরধার হবে বলে আশা টিম ম্যানেজমেন্টের।
লাল-হলুদ শিবিরের এখন একমাত্র চিন্তা হয়ে দাঁড়াল ডিপ ডিফেন্স। ডিফেন্সকে শক্তিশালী করতে এখন কয়েকজন ভারতীয় প্লেয়ারের উপরেই নির্ভর করতে হবে হেড কোচ রবি ফাওলারকে। নতুন বছরে দলকে রবি ফাওলার আরও ভালোভাবে সাজিয়ে নিতে পারবেন বলেও আশায় বুক বাঁধছেন ক্লাবের কর্মী সমর্থকরা।
ব্রাইটের যোগদানে এসসি ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় কি না সেকথা সময়ই বলবে।