নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভয়াবহ আগুনে জ্বলছে মুম্বইয়ের বহুতল। বাঁচতে গিয়ে ২০ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। প্রথমে রেলিং ধরে ঝুলতে দেখা যাচ্ছিল তাঁকে। বেশ কিছু ক্ষণ ঝুলে থাকার পর হাত ফস্কে ২০ তলা থেকে আছড়ে পড়েন মাটিতে।
#Mumbai: A 30-year old panicked man Arun Tiwari, who tried to save himself from the fire on the 19th floor of the 61-storeyed Avigna Park, fell to his death, #BMC Disaster Control said.@mybmc pic.twitter.com/wHaTI94lgh
— IANS Tweets (@ians_india) October 22, 2021
দক্ষিণ মুম্বইয়ের লালবাগ এলাকায় ৬৪ তলার একটি নির্মীয়মাণ বহুতলের ২০ তলায় শুক্রবার দুপুরে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এখনও।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাণে বাঁচতে যে ব্যক্তি ২০ তলা থেকে পড়ে গিয়েছিলেন, তাঁর নাম অরুণ তিওয়ারি(৩০)। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ওই বহুতলে এখনও বেশ কয়েক জন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে রয়েছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে পাশাপাশি তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।