নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS)-এ ভর্তি করা হয়েছে।
Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, Delhi
(file photo) pic.twitter.com/SAm5NOpeiF
— ANI (@ANI) October 13, 2021
হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ডা. নীতীশ নায়েকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে অশীতিপর প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।