নিউজ ওয়েভ ইন্ডিয়া: NCC ক্যাডেটদের সেনাবাহিনীর সমতুল্য প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের মাঠে সমাপ্ত হল NCC বাৎসরিক ক্যাম্প। ৭ ফেব্রুয়ারি থেকে এই মাঠে ১০ দিন ধরে বেশ কয়েকটি তাঁবু খাটিয়ে এই ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ক্যাডেটদের। ২০ বেঙ্গল ব্যাটেলিয়ন NCC-এর তরফে এই উদ্য়োগ।
সেখানে কমরেডশিপ থেকে প্রায় সমস্তরকমের আর্মস ট্রেনিও দেওয়া হয়েছে ক্যাডেটদের। শুধুমাত্র কলেজ ক্যাম্পাস বলে এই শিবিরে ‘ফায়ারিং’ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই শিবিরের NCC-এর দায়িত্বপ্রাপ্ত Lieutenant ডঃ ত্রিজিত নন্দা। তবে ক্যাডেটদের কয়েকটি স্কোয়াডে ভাগ করে কোভিড বিধি মেনে বিভিন্ন ধরনের ড্রিল অনুশীলন, থিওরি ক্লাস করে করতে দেখা যায়।
এই প্রশিক্ষণ শিবিরে ৪০০ জন ক্যাডেট অংশ নিয়েছেন বলে জানিয়েছেন Lieutenant ডঃ নন্দা। তাঁরা রাজ্যের বিভিন্ন কলেজ থেকে এসে এখানে অংশ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে দাবি করেছেন Lieutenant ডঃ নন্দা ও তাঁর সহ আধিকারিকরা।