Sandhya Mukhopadhyay
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: তাঁর কাছে নিজের বড় দিদির মতো ছিলেন। কিংবদন্তি সন্ধ্য মুখোপাধ্যায়ের মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতির সমান বলেও টুইট করে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে তিনি লেখেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সুরের রানি আর নেই। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। তাঁর লক্ষ লক্ষ অনুরাগী আজ ভগ্নহৃদয়।’


মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’, ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ও ২০১৫ সালে ‘উস্তাদ বড়ে গোলাম আলি বিশেষ সঙ্গীতসম্মান’প্রদান করেছে। এছাড়া তিনি ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বিএফজেএ অ্যাওয়ার্ড-সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। তিনি আমৃত্যু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির সভাপতিও ছিলেন।’

এদিকে বর্তমানে উত্তরবঙ্গ সফরে ব্যস্ত থাকা মুখ্যমন্ত্রী বুধবারই তাঁর সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন বলে জানা গেছে। তিনি জানিয়েছেন সর্বোচ্চ সম্মান দিয়েই রাজ্য সরকার কিংবদন্তি শিল্পীর শেষকৃত্যের বন্দোবস্ত করবে।

মঙ্গলবার রাতে মহান শিল্পীর দেহ পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে। বুধবার সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত রবীন্দ্রসদনে জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত থাকবে। সন্ধ্যায় কেওড়াতলা মহাশশ্মানে গান স্যালুটের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Share it