By Election
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শেষ পর্যন্ত পিছিয়েই গেল রাজ্যের চার পুরনিগমের ভোট। চার পুরনিগমের ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করার ঘোষণা করল রাজ্য কমিশন। পুরভোট পিছনো নিয়ে রাজ্যের অনুরোধ জানিয়েছিল। তার পরেই শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানাল কমিশন।

আগামী ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভার। কোভিড পরিস্থিতিতে এই পুরভোট নিয়ে আপত্তি তুলে আদালতে জনস্বার্থ মামলা করা হয়। এই প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাই কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে কোভিড আবহে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ভোট পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে কমিশনকে ‘স্বাধীন সিদ্ধান্ত’ নেওয়ার স্পষ্ট নির্দেশ দেয় হাই কোর্ট।

এরপরেই শুক্রবার হাই কোর্টের রায় নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে চিঠি দেয় কমিশন। শনিবার তার উত্তরে রাজ্য ভোট পিছনোর পক্ষে সায় দেয়। নবান্নের তরফে জবাব পাওয়ার পরেই ভোট পিছনোয় শিলমোহর দেয় নির্বাচন কমিশন।

কয়েক দিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান কোভিড আবহে যে কোনও ধরনের ভোট পিছিয়ে দেওয়া উচিত। মানুষের জীবনের চেয়ে কোনও কিছুই বড় নয়। তবে এটি তাঁর ‘ব্যক্তিগত মত’ বলেও উল্লেখ করেন তিনি।

Share it