Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সামনেই ক্রিসমাস আর তারপরেই ইংরাজি নববর্ষকে স্বাগত জানানোর পালা। গোটা বিশ্ববাসী এইসময়টা থাকে উৎসবের মেজাজে। আর বাঙালির কাছে যে কোনও উৎসব মানেই ঘুরেবেড়ানো সঙ্গে ভুরিভোজ। এইসময় স্কুল, কলেজ, অফিস ছুটি থাকে। তার সঙ্গে যদি আরও দু-এক দিন অতিরিক্ত ছুটি ম্যানেজ করে নেওয়া যায় তাহলে তো একটা বড়সড় ট্যুর সেরে ফেলা যায় অনায়াসেই। আর সেকাথা মাথায় রেখেই এরাজ্যের বাসিন্দাদের যাতে ওইসময় ভ্রমণে কোনও অসুবিধে না হয় তাই আগাম ব্যবস্থা নিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।

হাতে ছুটির দিন একটু বেশি থাকলেই বাঙালি উত্তরবঙ্গ ও পুরিতে ট্যুরের কথা সবার আগে ভাবে। রেল সূত্রে জানা গেছে, শিয়ালদা থেকে নিউজলপাইগুড়ি রুটে ওই সময় টিকিটের চাহিদা বেশি রয়েছে এবার। তাই ০৩১০৩ শিয়ালদা-নিউ জলপাইগুলি স্পেশাল ট্রেন পরিষেবা ওই সময় নিয়মিত রাখা হচ্ছে। ২ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার এই ট্রেনের পাঁচটি ট্রিপ থাকবে। একইভাবে ৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা স্পেশাল ট্রেনের পরিষেবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিলবে পাঁচটি ট্রিপে। এই বিশেষ ট্রেনে মিলবে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে টিকিট বুক করা যাবে। তবে থাকছে না কোনও কনসেশন। মিলবে না তৎকাল কোটা।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “ওই রুটে নিয়মিত ট্রেন পরিষেবা থাকার সত্ত্বেও টিকিটের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। ভ্রমণে যাতে কোনও অসুবিধে না হয় তাই যাত্রীরা রেলের এই অতিরিক্ত পরিষেবার সুযোগ নিতে পারেন।“
ভিড় সামলাতে ব্যবস্থা নেওয়া হয়েছে সাঁতরাগাছি-গুয়াহাটি-সাঁতরাগাছি রুটেও। পয়লা থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সাঁতরাগাছি স্টেশন থেকে পাঁচটি ট্রিপে চলবে ০৮০৪৭ সাঁতরাগাছি-গুয়াহাটি স্পেশাল ট্রেন। একইভাবে ২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার গুয়াহাটি স্টেশন থেকে ০৮০৪৮ গুয়াহাটি-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চলবে পাঁচটি ট্রিপে।

তাহলে আর অপেক্ষা কেন টিকিট পেতে তো আর কোনও সমস্যাই রইল না, তাই ট্যুরের প্ল্যানটা আপনি এবার ফাইনাল করে নিতে পারে অনায়াসেই।

Share it